গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কায় জাহিদ হাসান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী এলাকার ছোলায়মান আলীর ছেলে। পেশায় তিনি একজন মসজিদের ইমাম। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফার হোসেন।
তিনি জানান, ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থল মারা যান জাহিদ হাসান। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।