গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ

0

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে হয়ে গেলো ঐহিত্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনব্যাপী এ প্রতিযোগিতা দেখতে মাঠে জড়ো হন হাজারো মানুষ। পুরো গ্রাম পরিণত হয় আত্মীয়-স্বজনদের মিলনমেলায়। নারী, পুরুষসহ সব বয়সী মানুষ উৎসাহ নিয়ে মাঠে উপস্থিত হন। কমতি ছিল না দূর-দূরান্তের মানুষের উপস্থিতিও। এই প্রতিযোগিতা ঘিরে বসে আনন্দ মেলাও।

আয়োজনকরা জানান, ঝিনাইদহ, যশোর, মাগুরা ও নড়াইল থকে বাছাই করা মোট ২০টি গরুর গাড়ি এ প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রামের মানুষকে আনন্দ দেওয়া, আর ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন।

গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

 প্রতিযোগিতায় প্রথম হয় ঝিনাইদহের মহেশপুরের কোরবান আলির গরুর গাড়ি, পুরষ্কার হিসেবে তার দলকে দেওয়া হয় একটি গরু। দ্বিতীয় হয় নড়াইলের নরু মিয়ার গাড়ি, তাকে পুরষ্কার দেওয়া হয় ১৪ হাজার টাকা দামের একটি ছাগল, যৌথভাবে তৃতীয় হয় যশোরের বাঘারপাড়া ওলিদ হোসেনের গাড়ি। তাকে একটি বাইসাইকেল ও চুয়াডাঙ্গার জীবন নগরের সহিদুল ইসলামকে সাড়ে ৬ হাজার টাকার একটি ছাগল পুরষ্কার হিসেবে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটি ও গান্না ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী মাস্টার। খেলাটি পরিচালনা করেন থানা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক কামরুজ্জামান আজম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। এসময় বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু ও সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আলমঙ্গীর হোসেন আলম প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here