সীমান্তে ফের পাকিস্তান-আফগানিস্তান সেনাদের ব্যাপক সংঘর্ষ

0

আবারও সীমান্তে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ও আফগানিস্তানের তালিবান সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। শুক্রবার সূত্রের বরাতে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানায়, নতুন করে সংঘর্ষ শুরু হয় খোস্ত প্রদেশের আলী শের এবং জাজিয়া ময়দানে। যা বিরোধপূর্ণ ডুরান্ড লাইনের কাছে অবস্থিত।

পাকিস্তান ও আফগান শাসক তালেবানের মধ্যে সীমান্ত অঞ্চল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। উভয়পক্ষ একেঅপরকে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করে থাকে। নতুন করে শুরু হওয়া এ সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেনি। এছাড়া এতে কতজন হতাহত হয়েছেন সে ব্যাপারেও জানা যায়নি।

এর আগে, গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। পাকিস্তান হামলার দায় স্বীকার করে জানায় তারা জঙ্গীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

তবে আফগান তালেবান জানিয়েছে, এ হামলায় নারীশিশুসহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর জবাব দিতে তালেবান সেনারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালায়। এতে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত হয় বলে দাবি করে তারা। এছাড়া ওই সময় আরও তিন বেসামরিক আফগান প্রাণ হারান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here