ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে চম্পট, দৌড়ে ধরলেন এসিল্যান্ড

0

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে হুমায়ুন নামের এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানকালে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে মাটি ফেলে এক্সকেভেটর চালক পালাতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের এক সদস্য দৌড়ে তাকে ধরে ফেলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকায় রাষ্ট্রীয় কাজ শেষে অফিসে ফিরছিলেন তিনি। সন্ধ্যার দিকে হাজীপুরের কটারকোনা এলাকায় পৌঁছার পর একটি ফসলি জমিতে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি লক্ষ্য করেন তিনি। পরে সেখানে গেলে গাড়ি দেখে এক্সকেভেটর চালক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। পরবর্তীতে তার মালিক হুমায়ুন ঘটনাস্থলে এসে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা পরিশোধ করেন।

তিনি আরও জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে বালু বা মাটি তোলা যাবে না। সরকারি আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here