সিডনি টেস্ট; বাদ পড়লেন রোহিত

0

সিডনি টেস্টে রোহিত শর্মা খেলবেন কি না তা নিয়ে আগে থেকেই চলছিল গুঞ্জন। একাদশ ঘোষণার পর দেখা যায় সেই গুঞ্জনই সত্যি হয়েছে। নিয়মিত অধিনায়কের একাদশে না থাকার ব্যাখ্যা দিলেন এই টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া জাসপ্রিত বুমরাহ।

গত কয়েক দিন ধরেই ভারতের ড্রেসিংরুমে দ্বন্দ্বের খবরও গণমাধ্যমে এসেছে। যেখানে কোচ গৌতম গম্ভীরকে নিয়েও বেশ অভিযোগ আছে। তাছাড়া খবরে বলা হয়, দলের সিনিয়র সদস্যদের সঙ্গে কোচের সম্পর্কও খুব একটা মধুর নয়। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করছেন বুমরাহ।

আজ টসের পর বুমরাহ বললেন, ‘আমাদের দলের একতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু আমাদের ক্যাপ্টেন নিজেই দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটাই প্রমাণ করে আমাদের দলে কতটা একতা রয়েছে। আমাদের দলের কেউ নিজের জন্য খেলে না। দলের জন্য যেটা ভালো হবে, সেই সিদ্ধান্তটাই নেওয়া হয়।’

রোহিতের না খেলার কারণ নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি বুমরাহ। হতে পারে তার অফফর্ম বর কারণ। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলেননি তিনি। পরের দু’টি টেস্টে মিডল অর্ডারে খেলে রান পাননি। মেলবোর্নে ওপেন করতে নেমেও ব্যর্থ। তিনটি টেস্ট মিলিয়ে মাত্র ৩১ রান করেছেন রোহিত।

সিডনি টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘আমি বুমরাহকে জিজ্ঞেস করার আগেই টসের সময় সে জানায়, অধিনায়ক নিজেই নিজেকে দল থেকে বাদ দিয়েছে। অধিনায়ক বলেছে, শুভমান খেললে দল বেশি শক্তিশালী হবে। এটা তখনই হয় যখন একজন মানসিক ভাবে খেলার মতো জায়গায় থাকে না। রান থাকে না ব্যাটে। তবে অধিনায়ক হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। সেই সিদ্ধান্ত নিয়েছে রোহিত। এক জন অধিনায়ক যখন বলে, আমি বসতে রাজি, তখন সেটা খুব বড় ব্যাপার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here