জনগণকে দমন করে সরকার ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু।
শনিবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে রাজধানীর বাড্ডা থানা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন টুকু।
যুবদল সভাপতি বলেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে প্রশাসন ও বিচার বিভাগকে করা হয়েছে দলীয়করণ। সারাদেশে অবৈধ সরকারের অবৈধ পেটোয়া বাহিনী এরা পুলিশ নাকি ছাত্রলীগ বোঝার উপায় নাই। এরা দিনে ছাত্রলীগ করে রাতে পুলিশ পরিচয়ে ছিনতাই করে।
তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের গুম করে, খুন করে, গ্রেফতার, নির্যাতন-নিপীড়ন করে সরকার ক্ষমতায় থাকতে চায়। ইংরেজরা পারে নাই, পাকিস্তানিরা পারে নাই, এরশাদ পারে নাই, এই অবৈধ ফ্যাসিস্ট সরকার পারবে না। শরীরের রক্ত কখনও বৃথা যায় না। আওয়ামী লীগের পতন এই বাংলার মাটিতেই হবে। বাংলাদেশের জনগণ গণতন্ত্র ফিরে পাবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আজকে বাংলাদেশ যে সমস্যার মুখোমুখি সেটা শুধু বিএনপির নয়। এটা দেশের সকল মানুষের সমস্যা। কাজেই এই গণতন্ত্র পুনরুদ্ধারের বিকল্প নেই।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক মো. তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের বাবু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ সহ আরও অনেকে।