গাজীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0

গাজীপুরের কালিয়াকৈরের গজারি বন থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি। পরনে সাদা কালো চেক টিশার্ট ও খয়েরি রঙের লুঙ্গি রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার গজারীবনের ভেতর এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here