বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের অধিকাংশই গার্মেন্টস শ্রমিক, দাবি আসামের মুখ্যমন্ত্রীর

0

বাংলাদেশ থেকে অবৈধ পথে যারা ভারতে অনুপ্রবেশ করছেন, তাদের অধিকাংশই গার্মেন্টস শিল্প-শ্রমিক বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

এই অনুপ্রবেশকারীদের বড় অংশই মুসলিম, হিন্দু নন- এই তথ্য বিএসএফের কাছ থেকে ইতোমধ্যেই পেয়েছে বলে দাবি করেছে বিবিসি। এখন আসামের মুখ্যমন্ত্রীও সেই একই কথা স্বীকার করেছেন বলে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্বশর্মা বিষয়টি উত্থাপন করেন বলে ভারতের গণমাধ্যমগুলো প্রতিবেদনে জানিয়েছে।

তিনি মন্তব্য করেন, বাংলাদেশে অর্থনৈতিক সঙ্কট দেখা দেওয়ার ফলেই অনুপ্রবেশ বেড়েছে।

বিশ্বশর্মা বলেন, “বাংলাদেশে অস্থিরতা শুরু হতেই অর্থনীতি ভেঙে পড়ে। এর ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ তারাই সেখানকার সংখ্যালঘুদের তুলনায় বেশি প্রভাবিত হয়েছেন। পোশাক শিল্পেও বেশিরভাগ শ্রমিকই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ। তাই ভারতে অনুপ্রবেশ বেড়েছে এবং এদের বেশিরভাগই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ, যাদের আমরা ভারতে সংখ্যালঘু বলি।”

“আমাদের দেশের অনেক পোশাক কারখানার মালিক বেআইনিভাবে সস্তা শ্রম আমদানি করার জন্য এদের ভালো পরিমাণ অর্থ দিয়ে সহায়তা করছে,” যোগ করেন আসামের মুখ্যমন্ত্রী।

হিমন্ত বিশ্বশর্মা আরও বলেছেন, “বাংলাদেশের সংখ্যালঘুরা ভারতে আসার চেষ্টা করছেন না, কারণ, মুখ্যমন্ত্রীর ভাষায়, ‘তারা দেশপ্রেমিক’। গত পাঁচ মাসে অন্তত আসামে আমরা একজনও বাংলাদেশি হিন্দুকে আসতে দেখিনি।”

তিনি এটাও বলেছেন, “আমাদেরও উচিত নয় যে তাদের ভারতে আসতে উৎসাহ দেওয়া।” সূত্র: দ্য হিন্দু, দ্য স্টেটসম্যান, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ইকোনমিক টাইমস, ডেকান হেরাল্ড, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here