চাঁদপুরে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন

0

‘পথে থাকবে না শিশু, বাহিরে থাকবে না শিশু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে উদ্বোধন হয়েছে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র। আজ বৃহস্পতিবার দুপুরে এই শিশু প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তরের অধীনে শহরের কোড়ালিয়া রোডস্থ এলাকায় ভাড়া ভবনে ১শ’ আসন নিয়ে শুধুমাত্র বালিকা শিশুদের জন্য এই প্রতিষ্ঠানটি চালু করা হয়। তারা ১৮ বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানে বিনা খরচে থাকা, খাওয়া, শিক্ষা, চিকিৎসা সুবিধা পাবে। বর্তমানে ৪ জন শিক্ষকের বিপরীতে ৫০ জন শিশু ভর্তি হয়েছে এখানে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। 

চাঁদপুর জেলা সমাজসেবা উপ-পরিচালক নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সমাজসেবার উপ প্রকল্প পরিচালক হাসিনা আক্তার, সহকারী পরিচালক মো. সাইফুদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here