হোয়াইট হাউজ ও কংগ্রেসের সামগ্রিক কর্মকাণ্ডে বীতশ্রদ্ধ সিংহভাগ আমেরিকানই। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত জরিপ রিপোর্টে প্রেসিডেন্ট জো বাইডেন ও কংগ্রেসের উভয় পার্টির প্রতিই নেতিবাচক মনোভাব প্রকাশিত হয়েছে। বড় ধরনের সমস্যা সমাধানে ডেমক্র্যাট ও রিপাবলিকান উভয় পার্টিই চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেছেন অধিকাংশ আমেরিকান। ফলে রাজনীতিকদের প্রতি এক ধরনের হতাশা তৈরি হয়েছে সর্বস্তরে।
শুক্রবার প্রকাশিত জরিপ রিপোর্ট অনুযায়ী, ৬০ শতাংশ আমেরিকানই বাইডেনের কর্মকাণ্ডে সন্তুষ্ট নন। মাত্র ৩৭ শতাংশ আমেরিকান বাইডেনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। কংগ্রেসে ডেমক্র্যাটদের ভূমিকায় বিরক্ত ৬০ শতাংশ আমেরিকান। মাত্র ৩৩ শতাংশ সন্তোষ প্রকাশ করেছেন।
জরিপে আরও উদঘাটিত হয় যে, সবচেয়ে প্রয়োজনীয় সমস্যাটির সমাধানে আমেরিকানরা সব সময়েই যথাযথ রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হতে পারেন না বলে মনে করেন ৭৬ শতাংশ। ২০২১ সালে এমন আস্থাহীনতা ছিল ৬২ শতাংশ। ৫৬ শতাংশ আমেরিকানই দ্বিধা-দ্বন্দ্বে যে, তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেন। গত বছরের জরিপে এমন হার ছিল ৪১ শতাংশ।