কানাডার টরন্টোতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ করা হয়েছে। ২০২৫ কে বরণ করতে দেশটির স্থানীয় সময় মঙ্গলবার বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন শত শত মানুষ।
সন্ধ্যা থেকেই বিভিন্ন স্থানে দেখা যায় মানুষের ভিড়। মধ্যরাতে হাজার হাজার মানুষ ডাউনটাউনের হারবার ফ্রন্ট ভিড় করে। নাগরিকদের সুবিধার্থে টিটিসি, গো ট্রেন বাস ফ্রি করে দেয়া হয়। রাত ১০টা থেকে শুরু হয় মিউজিক্যাল শো। রাত বারোটায় শুরু হয় বর্ণাঢ্য ফায়ার ওয়ার্ক। লেক অন্টারিওর ওপর নানা রঙের ফায়ার ওয়ার্ক দেখতেই মধ্যরাতে হাজার হাজার মানুষ ভিড় করে হারবার ফ্রন্টে।
স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে আতশবাজির ঝলকানিতে পুরো কানাডার আকাশ রঙিন হয়ে ওঠে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ধ্বনিতে এবং একে অপরের প্রতি পার্টি স্প্রে ছিটিয়ে উল্লাসে মেতে সকলে বরণ করে নেন নতুন বছরকে।
নববর্ষকে ঘিরে বিভিন্ন ভাষাভাষী লাখো মানুষের মিলনমেলায় পরিণত হয় কানাডার টরেন্টো শহর। প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নেন। আর বিশেষ করে সাধারণ প্রবাসীরা নববর্ষের ছুটির দিনটিতে বিকালে বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানগুলোতে উপস্থিত হয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। পাশাপাশি বাসাবাড়িতেও চলে আনন্দ আড্ডা।