ট্রাম্প হোটেলের সামনে সাইবার ট্রাকে বিস্ফোরণে নিহত ১

0

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাকের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেন, বড় বিস্ফোরণের আগে বৈদ্যুতিক গাড়িটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচের প্রবেশপথ পর্যন্ত চলে যায়। 

ভিডিও ফুটেজে দেখা গেছে, হোটেলের প্রবেশপথের সামনে সাইবার ট্রাকটিতে ছোট বিস্ফোরণ ঘটে। এরপর সেটি থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

ম্যাকমাহিল জানান, সাইবার ট্রাকের ভেতরে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং সাতজন সামান্য আহত হয়েছেন। 

এদিকে, এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে টেসলার প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, বিস্ফোরণটি আতশবাজি কিংবা বোমা থেকে সৃষ্ট। এটি গাড়ির সঙ্গে সম্পর্কিত নয় বলেও দাবি করেছেন তিনি। 

বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here