কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনী স্টেশনে সড়কের দুই পাশে সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য ছোট-বড় স্থাপনা ও ঝুপড়ি দোকান উচ্ছেদ করেছে রামু উপজেলা প্রশাসন। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
রামুু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানে চৌমুহনী স্টেশন ও পাঞ্জাগানা এলাকার প্রায় ৮০টির বেশি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে কাউকে আটক না করা হলেও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের সতর্ক করে দেন এসিল্যান্ড।
জানা যায়, ফুটপাত দখল করে দোকানঘর ভাড়া দিয়ে আসছিলেন স্থানীয় একটি প্রভাবশালী মহল। যে কারণে চৌমুহনী স্টেশনে যানজটসহ নানা দুর্ভোগের শিকার হয়ে আসছে জনসাধারণ।
সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, রামুর প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশনের বিভিন্ন পয়েন্টে অবৈধ ঝুপড়ি দোকান নির্মাণ করা হয়। যে কারণে সৌন্দর্যহানির পাশাপাশি অসহনীয় যানজটে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে স্থানীয় জনসাধারণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম বলেন, রামুকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সব অসঙ্গতির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে দেরিতে হলেও চৌমুহনীর অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় লোকজন।