বগুড়ায় ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

0

বগুড়ায় মৌসুমী ফল তরমুজ ও খেজুর বাজারে অভিযান চালিয়ে ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়। ক্রেতাদের ওজনে কম দেয়ার অপরাধে শনিবার বেলা ১২টায় শহরের ফতেহ আলী বাজার ও ব্রিজ সংলগ্ন এলাকায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শনিবার বগুড়া শহরের ফতেহ আলী বাজার ও ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওজন বেশি দিয়ে বিশেষভাবে তৈরি ঠোঙ্গায় করে বিক্রির দায়ে ৫টি ফলের দোকানকে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা ঠোঙ্গার ওজন বাড়িয়ে ফল কম দিচ্ছিল। এছাড়াও একটি তরমুজের দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে ১ হাজার টাকা, ফতেহ আলি বাজারে ৬টি মিশ্রী ও খেজুরের দোকানে খাবার খোলা রাখাসহ অস্বাস্থ্যকর ভাবে খাদ্য বিক্রির অপরাধে ১ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১৭ হাজার জরিমানা আদায় করা হয়। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here