চার মাসে তো ম্যাজিক্যাল কিছু করা যাবে না : বিসিবি সভাপতি

0

ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রিকেটে বেশকিছু সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। একইসঙ্গে পরাজয়ের গ্লানিও সহ্য করতে হয়েছে। তবে, দায়িত্ব নেওয়ার চার মাসের ফলাফলে সন্তুষ্ট ফারুক। 

বুধবার মিরপুর শের-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক।

তিনি বলেন, আপনি যদি শুধু পরিসংখ্যান দেখেন, এটা ছিল ভালো খারাপের সংমিশ্রণ। আমরা পাকিস্তানে দুটি সিরিজ জিতেছি, ভারতে দুটি টেস্টই হেরেছি। ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা করে টেস্ট জিতেছি আর হেরেছি। ঢাকায় আবার দুটি হোম সিরিজ হেরেছি। আবার টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের হারিয়েছি। এটা সংমিশ্রণ বলতে পারেন।

তিনি আরও আমরা যাই করি ফলাফলের দিকটা ভেবেই করি, কিন্তু ফলাফল পেতে হলে আপনাকে কিছু প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া দরকার। প্রক্রিয়া যদি আমরা ঠিক করতে পারি, এটা কিন্তু লজিক্যাল সিকুয়েন্স যে ফলাফল আসবেই। আমার মাত্র চার মাস হয়েছে আপনি বললেন। চার মাসে ম্যাজিক্যাল কিছু করা যাবে না।

বোর্ডে নিজের কাজ করার ধরন সম্পর্কেও ধারণা দেন ফারুক। বোর্ড কর্তাদের মতপ্রকাশের ক্ষেত্রে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন তিনি। একইসঙ্গে দেশের ক্রিকেটের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

ফারুক বলেন, কিছু জিনিসে আমি জোর দিয়েছি, যেমন ক্রিকেটাররা যেটাই খেলুক বোর্ড থেকে এটা নিয়ে আমি বলেছি যে কিছুই বলা যাবে না কারো। আবার খেলোয়াড়রা যখন খুব ভালো খেলে, আগে দেখতাম ওরা ফেসবুক স্ট্যাটাস দিত, এগুলো এখন কমেছে। আমার মনে হয় একটা অর্গানাইজেশনে এই কোওর্ডিনেশনটা খুবই প্রয়োজন, আমরা তো এক সঙ্গেই কাজ করি। যেমন আপনারা স্পোর্টস সাংবাদিক, আপনারা তো সমালোচনা করবেনই। তো এটা যদি গঠনমূলক হয় তাহলে আমাদেরও সুবিধা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here