ডিম ব্যবসায়ী থেকে ম্যাজিস্ট্রেট সেজে চিকিৎসকের সঙ্গে প্রেমের সূত্র ধরে অপহরণের একদিন পর পাবনা থেকে উদ্ধার করা হয়েছে ওই নারীকে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানের সময় ঘটনার সঙ্গে জড়িত তিনজন আসামিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে পাবনা শহর থেকে র্যাব ১২-এর একটি দল তাকে উদ্ধার করে। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে আটক করা হয়। এর আগে সোমবার ভোরে নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে ওই চিকিৎসককে অপহরণ করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহীর বাসা থেকে অপহৃত ওই নারী চিকিৎসককে পাবনা শহর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজন আসামিকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান আছে। এখনই বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। আগামীকাল (বৃহস্পতিবার) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
অপহৃত চিকিৎসক (২৬) রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তার বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি পরিবার নিয়ে রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় থাকেন। সোমবার ভোরে এই বাসা থেকেই বাবা-মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসকের বাবাকে পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ফেলে রাখে অপহরণকারীরা।