মাদারীপুর পূর্ব পাঁচখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মুক্তা নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ফোরকান খান ও তার ছেলে সোহেল খানের বিরুদ্ধে।
জানা গেছে, সোমবার বিকেলে বাড়ির বাউন্ডারি ভেঙে ঘরের ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সোহেল খান ও তার বাবা ফোরকান খান। প্রতিবাদ করলে মুক্তা বেগম (৩৪) কে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে আহত মুক্তার বেগমের স্বামী বোরহান বলেন, ‘জমি নিয়ে দ্বন্দ্বের জেরে আমার স্ত্রীকে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।’
এ ঘটনায় অভিযুক্ত ফোরকান খান ও তার ছেলেকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার ওসি আব্দুল আল মামুন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।