১ বলে ১৫ রান!

0

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্স-চিটাগাং কিংসের মধ্যকার ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০৩ রান করেছে খুলনা। পরে ফিল্ডিংয়ে ওশেন থমাসের হাতে প্রথম ওভারটি তুলে দেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু বৈধভাবে প্রথম দু’টি বল করার আগে তাকে খরচ করতে হয়েছে ১৫ রান। 

প্রথম বলেই নাঈম ইসলামকে শিকার করেন থমাস। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান। যদিও ফ্রি হিটেও ক্যাচ তুলে দেন নাইম। পরে থমাস আবারও নো বল করেন। এবার সেই বলে ছক্কা হাঁকিয়ে নিজের রানের খাতা খোলেন নাঈম। পরের দুটি বল ওয়াইড দিয়ে আবার নো বল করেন থমাস। ক্যারিবিয়ান পেসারের সেই নো বলে চার মারেন নাঈম।

এরপর বৈধভাবে অবশ্য দ্বিতীয় বলটি করতে সক্ষম হন থমাস। কিন্তু ওভার পূর্ণ করতে ১২ বার বল করতে হয় তাকে। এর মাঝে আরও একটি নো বলও করেন তিনি। ১৮ রানের সেই ওভারের পঞ্চম বলে ক্যারিবিয়ান এই পেসার নাঈমকে বোসিস্তোর ক্যাচে পরিণত করেন।  

এর আগে অবশ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এক বলের পেছনে ১৪ রান খরচ করার রেকর্ড আছে থমাসের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here