বছরের শেষ ম্যাচে গত রবিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-০ গোলে গুঁড়িয়ে দেয় লিভারপুল। এই জয়ের পথে একটি গোল করার পাশাপাশি সতীর্থের দুটি গোলে অবদান রাখেন মোহামেদ সালাহ। এতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেছে আর্না স্লটের দল।
আগামী ৩০ জুন লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে সালাহর। নিয়ম অনুয়ায়ী, বুধবার (১ জানুয়ারি) থেকে ইংল্যান্ডের বাইরের যেকোনো ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করতে পারবেন সালাহ। আর আগামী ৩০ জুনের পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি।
লিভারপুলের তার দুই সতীর্থ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডও তাদের চুক্তির শেষ ৬ মাসে প্রবেশ করছেন। তবে দিন দিন বাড়তে থাকা অনিশ্চয়তা নিয়ে তেমন চিন্তিত নন সালাহ। আর সেটা তার ধারাবাহিক দারুণ পারফরম্যান্সেই প্রমাণ। ওয়েস্ট হ্যাম ম্যাচ শেষে স্কাই স্পোর্টসে সেই কথাই বললেন এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭ গোল করা তারকা।
তিনি জানান, “না, আমরা নতুন চুক্তি করা থেকে অনেক দূরে আছি এবং আমি গণমাধ্যমে এসব নিয়ে কথা বলতে চাই না। আমার ভাবনাজুড়ে কেবল একটা বিষয়ই কাজ করছে, আর সেটা হলো আমি চাই, লিভারপুল যেন লিগ শিরোপা জেতে এবং আমি তার অংশ হতে চাই। দলকে শিরোপা জেতাতে আমি আমার সবটুকু করব। দিনশেষে, আমি তো এখানে সাফল্য পাওয়ার লক্ষ্যেই এসেছি, আমি এই খেলাই কিছু করতে চেয়েছিলাম, আমি সববসময় (আরও সাফল্যের জন্য) ক্ষুধার্ত।”
লিগে ১৮ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নটিংহ্যাম ফরেস্ট।