ঢাকার মঞ্চে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’, সঙ্গে অর্ণব-সুনিধি

0

পাকিস্তানের ব্যান্ড জাল এবং সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্টের পর দেশটির আরেকটি ব্যান্ড ‘কাভিশ’ ঢাকায় আসছে। গানের এই দলটির ঢাকা সফর এই প্রথম। 

‘ঢাকা ড্রিমস’ শিরোনামে আগামী ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনা প্রাঙ্গণে এই কনসার্ট হবে। কনসার্টের আয়োজন করেছে ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’। ওই কনসার্টে পরপর দুইদিনই গান গাইবে ‘কাভিশ’র শিল্পীরা; পাকিস্তানের এই দলটির সাথে পারফর্ম করবে বাংলাদেশের একাধিক দল ও শিল্পী।

‘ব্লু ব্রিক কমিউনিকেশন’র সিনিয়র এক্সকিউটিভ ব্র্যান্ডিং শারাফ আনজুম হিলিদিতা জানিয়েছেন, প্রথম দিন ১০ জানুয়ারি পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড শূন্য ও লেভেল ফাইভ। এরপর মঞ্চ মাতাবে ‘কাভিশ’।

দ্বিতীয় দিনের কনসার্ট শুরু হবে সংগীতশিল্পী আরমীন মুসা এবং তার দল ‘ঘাসফড়িং কয়ার’র পরিবেশনা দিয়ে। এরপর বিশেষ আকর্ষণ হিসেবে সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং তার স্ত্রী পশ্চিমবঙ্গের গায়িকা সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা থাকবে। সবার পরিবেশনা শেষে দ্বিতীয় দিনেও মঞ্চে উঠবে কাভিশ।

‘কাভিশ’ পাকিস্তানের ‘সেমি ক্লাসিক্যাল’ ব্যান্ড হিসেবে পরিচিত, যা ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে।তাদের প্রথম অ্যালবাম ‘গুনকালি’ ২০০৯ সালে প্রকাশ পেয়েছিল। ব্যান্ডটির পরিচিত গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাঁইয়াঁ’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here