সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

0

মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় রেস্টুরেন্টের বিপরীত পাশে কুমিল্লামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘ দিন ধরে ভবেরচর এলাকায় ঘোরাফেরা করছিলেন তিনি। এর মধ্যে সোমবার রাতে অজ্ঞাত গাড়িচাপায় গুরুতর আহত হয় সে। পরে ভবেরচর হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। সে স্থানীয় বাসিন্দা না হওয়ায় তার নাম পরিচয় জানা যায়নি। 

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, মরদেহ ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি হেফাজতে আছে। অজ্ঞত গাড়ির আঘাতে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছে বলে  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।। নিহত ওই ব্যক্তির পরিচয় কেউ জানলে পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন পুলিশের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here