জেঁকে বসেছে তীব্র শীত, দিনাজপুরে দেখা মেলেনি সূর্যের

0

দিনাজপুরে আবহাওয়া অনেকটা সহনশীল ও স্বাভাবিক থাকার পর জেঁকে বসেছে তীব্র শীত। সোমবার সকালের দিকে তীব্র কুয়াশায় ঢাকা পড়ে পরিবেশ। মেঘলা আকাশে দিনভর দেখা মেলেনি সূর্যের। ফলে শীতের তীব্রতা বেড়েছে। এতে নিম্নআয়ের মানুষের জীবনে নেমে এসেছে বিপর্যয়। সেই সাথে বয়স্ক ও শিশুদের বেড়েছে শীতবাহিত রোগের প্রাদুর্ভাব।

রবিবার দিবাগত রাত থেকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়াসহ ও হাঁড় কাঁপানো শীতের তীব্রতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তীব্র শীতের কারণে অনেকে গরম কাপড় পরে নিজ নিজ কর্মে ছুটলেও শীতের কাপড় কেনার সাধ্যের বাইরে থাকা অনেক দুঃস্থ মানুষ শীতে জুবুথুবু হয়ে পড়েছে। অনেকে কম্বল ও গরম কাপাড়ের আশায় এলাকার সমাজসেবক ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হচ্ছে।

এদিকে আগামী তিন থেকে চার দিন রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানায়। 

জেলার বিরলের বিভিন্ন এলাকায় দেখা গেছে, অনেক সাধারণ মানুষ সাময়িকভাবে শীতের তীব্রতা নিবারণে ঠান্ডায় হিম হওয়া শরীর খুড়কুটো জ্বালিয়ে আগুনে তাপ নিয়ে তাৎক্ষণিক শীত নিবারণের চেষ্টা করছে। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে প্রত্যন্ত অঞ্চলের চায়ের দোকানগুলোতে অনেক মানুষ এক বেঞ্চে গাদাগাদি করে বসে গরম চায়ের কাপে আয়েস করে চুমুক দিয়ে ঊষ্ণতা নিচ্ছে। সে কারণে গরম কাপড়, গরম খাবার ও চায়ের দোকানগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। 

আগুন তাপাতে আসা বীরগঞ্জের ভান্ডারা ইউপি’র বালান্দোর গ্রামের মমতাজ আলী ও সুমন জানান, প্রচন্ড ঠান্ডার কারণে শরীর মনে হয় জমে যাচ্ছে। সকাল থেকে কোনো কাজে যেতে পারিনি। তাই খড়কুটো জ্বালিয়ে আগুনের তাপ নিয়ে শরীর গরম করছি। 

অটো চালক রফিকুল ইসলাম বলেন, যে পরিমাণ কুয়াশা আর ঠান্ডা বাতাস, মানুষ বাড়ি থেকে কম বের হচ্ছে। আয় কমে গেছে।  

সোমবার বিকালে দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, রবিবারের চেয়ে সোমবার দিনের তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। রবিবার দিনের তাপমাত্র ছিল ২৮ ডিগ্রি এবং সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার। আগামী তিন থেকে চার দিন রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রার উন্নতি হতে পারে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here