সিডনিতে বর্ষ বিদায় উপলক্ষে বাংলাদেশিদের নানা আয়োজন

0

সিডনিতে ইংরেজি বর্ষ বিদায় উপলক্ষে গান-গল্প ও চায়ের আড্ডার আয়োজন করেছে স্বপ্ন ইভেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট। শনিবার (২৮ ডিসেম্বর) সিডনির ম্যকুরি ফিল্ডের ড্রিম কটেজে আয়োজিত অনুষ্ঠানে ছিল চা সহ রকমারি নাস্তা, হরেক পদের মিষ্টি ও পিঠাপুলির সমাহার।

এই আড্ডায় সিডনির জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের মধ্যে একক ও দ্বৈত কণ্ঠে গান পরিবেশন করেন- স্বপ্ন ইভেন্ট এন্ড এন্টারটেইনমেন্টের কর্ণধার মিঠু স্বপ্ন, ইভানা খালেদ, আতিক হেলাল, আরফিনা মিতা আতিক, অমিয়া মতিন, রুমানা হক, সাকিনা আক্তার, মাসুদ মিথুন, মুরশেদ সৈয়দ,মাহি, লিলি, এলেন প্রমুখ। কবিতা আবৃত্তি করেন আশিকুর রহমান।

পড়ন্ত বিকেলে অতিথি ও শিল্পীবৃন্দ স্বপ্ন ইভেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট পরিবারের সঙ্গে কেক কেটে ইংরেজি বর্ষ ২০২৪ কে বিদায় জানায়। 

স্বপ্ন ইভেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়ায় একটি কমিউনিটি ভিত্তিক সঙ্গীত প্লাটফর্ম। এই প্রতিষ্ঠানটি বিগত ১১ বছর ধরে অস্ট্রেলিয়ার বাংলা ভাষা ভাষী সঙ্গীত পিপাসুদের চাহিদা পুরন করে আসছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here