ইয়াসিরের দুর্দান্ত ইনিংসে রাজশাহীর বড় সংগ্রহ

0

বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএলের একাদশতম আসর।

উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের পাত্তাই দেয়নি রাজশাহীর ব্যাটাররা, ইয়াসির রাব্বির ৪৭ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করেছে রাজশাহী। 

টস হেরে ব্যাট করতে নামার পর রাজশাহীর শুরুটা অবশ্য ভালো হয়নি। ম্যাচের দ্বিতীয় ইনিংসেই উইকেট হারায় দলটি। দ্বিতীয় ওভারে কাইল মায়ার্সের বলে আউট হয়ে ০ রানেই সাজঘরে ফিরেন জিশান আলম। এদিকে এক ওপেনার শুরুতেই সাজঘরে ফেরার পর দলীয় ২৫ রানেই আউট হন রাজশাহীর আরেক ওপেনার মোহাম্মদ হারিস। 

তবে চতুর্থ ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারালেও বরিশালকে বড় লক্ষ্য দিতে বেগ পেতে হয়নি রাজশাহীকে। আর তা সম্ভব হয়েছে তিনে নামা অধিনায়ক এনামুল হক বিজয় ও চারে নামা ইয়াসির রাব্বির বিস্ফোরক ইনিংসের সুবাদে। 

তৃতীয় উইকেটে রাব্বি-বিজয় মিলে গড়েছিলেন ১৪০ রানের জুটি। বরিশালের বোলারদের বিপক্ষে মারকুটে ইনিংস খেলেছেন এ দুজন। ৪৭ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন রাব্বি, শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি, ৭ চার আর ৮ ছয়ে করেছেন ৯৪ রান। রাব্বিকে সঙ্গ দিয়ে জড়ো ইনিংস খেলেছেন বিজয়ও। তিনি ৫১ বলে ৬৫ রান করে আউট হন। এ দুজনের মারকুটে ইনিংসেই ১৯৭ রানের বড় সংগ্রহ পায় রাজশাহী।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here