গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন দেউলিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন পার্শ্ববর্তী গুদামগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি, কাশিমপুর ফায়ার সার্ভিসের দুইটি, ডিবিএল ফায়ার সার্ভিসের একটি এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় সোয়া দুই ঘন্টা চেষ্টায় রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।