দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার পর পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
আজ রবিবার বিকেলে চৌমুহনী বাজারে জনসম্মুখে মুজিব কোট খুলে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দেন তিনি। এসময় চিৎকার করে বলেন, ‘আজ আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম।’
মুজিব কোট পোড়ানোর পর রেজাউল করিম বলেন, ‘দল করতে গিয়ে অনেক অপদস্ত, অপমানিত ও লাঞ্ছিত হয়েছি। গত ৫ আগস্টের পর আমার আর এ দল ভালো লাগে না। আর কোনোদিন আওয়ামী লীগের নাম মুখে নিবো না। তাই আজ প্রকাশ্য দিনের বেলায় মুজিব কোট পুড়িয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম।’
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার বলেন, তৎকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এরকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। যার ফলে দলে আজ এমন ঘটনা ঘটছে। আগামী দিনগুলোতে আরও অনেক নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে। এখন শুধু দেখার পালা।