ঢাকাস্থ সিংড়া কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গ্রেফতার

0

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের ওপর হামলাকারী ঢাকাস্থ সিংড়া কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এনায়েত করিম রাঙ্গাকে নাটোরের সিংড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

শনিবার বিকেলে সিংড়া উপজেলার ছোট বাঁশবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি মো. এনায়েত করিম রাঙ্গা (৪৮) ছোট বাঁশবাড়িয়া গ্রামের হাজী জসীম উদ্দীনের ছেলে।

সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আসামি রাঙ্গার বিরুদ্ধে রাজধানী ও সিংড়াসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সাবেক তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাই-আগস্ট বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনকে দমন করার জন্য এনায়েত করিম রাঙ্গাকে অর্থ দিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here