মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিপ্লব, সম্পাদক মানিক

0

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী বিপ্লব হাসান। আর ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাখাওয়াত হোসেন মানিক।

৯ সদস্য বিশিষ্ট কমিটিতে ৬ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৩ টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রবিবার দুপুর ২ টা থেকে শহরের খালইস্ট এলাকার সংগঠনটির জেলা কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫ টা পর্যন্ত। ৮৬ জন ভোটারের মধ্যে ৩ টি পদে ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত হোসেন মানিক সরাসরি ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রুবেল পেয়েছেন ১৮ ভোট।
 
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু সাঈদ সৌরভ পেয়েছেন ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফ পেয়েছেন ১৩ ভোট ও সাধারণ সদস্য পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মাসুদ হাসান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম পেয়েছেন ২৯ ভোট। 

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, কোষাধ্যক্ষ আব্দুর রকিব, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ দেওয়ান, প্রচার সম্পাদক মো. শাহআলম।

এর আগে সকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিততে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব মো. কাদের গনি চৌধুরী, সহ-সভাপতি এ কে এম মহসিন, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান। সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. রুবেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here