জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃত্বে অধ্যাপক মাফরুহী ও অধ্যাপক বোরহান

0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিনকে সম্পাদক করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহছান ও উপদেষ্টা অধ্যাপক ড. শামছুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান (সভাপতি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ও অধ্যাপক ড. নুরুল ইসলাম (সম্পাদক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব লাভ করায় পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগ পর্যন্ত ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার সভাপতি হিসেবে এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন সম্পাদক হিসেবে ফোরামের দায়িত্ব গ্রহণ করেছেন।

এতে আরও বলা হয়, “নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে এর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সংগঠনের আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নে পূর্বের ন্যায় সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। সম্পাদক অধ্যাপক ড. বোরহান উদ্দিন সংগঠনের কর্মসূচি কার্যকরভাবে পরিচালনার জন্য সবার সমর্থন ও অংশগ্রহণ কামনা করেছেন। নতুন নেতৃত্বের অধীনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীণ কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here