ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে থিসারা পেরেরা

0

শুরু হতে যাচ্ছে বিপিএলের জমজমাট একাদশতম আসর। সোমবার (৩০ ডিসেম্বর) আসরের শুরুর দিন রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালস।

দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট লিগের এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের নতুন মালিক ঢালিউড মেগাস্টার শাকিব খান। ঢাকার এই দলে দেশি তারকা ক্রিকেটারদের মধ্যে বড় নাম উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। শোনা যাচ্ছিল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতেই টি-টোয়েন্টির সিরিজে ধবল ধোলাই করা টিমের কাপ্তানের কাধেঁই উঠতে যাচ্ছে ক্যাপিটালসের দায়িত্ব। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন থিসারা পেরেরা। লঙ্কান এই অলরাউন্ডারের ওপর আস্থা রেখেছে ঢাকার ম্যানেজমেন্ট।

রবিবার (২৯ ডিসেম্বর) অনুশীলনের আগে সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জানায় অধিনায়ক ঘোষণা করা হয়েছে। ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ পেরারের কাছে অধিনায়কত্বের ক্যাপ তুলে দিয়েছেন। যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন বছর আগেই অবসর নিয়েছিলেন।

ঢাকা ক্যাপিটালস স্কোয়াড

দেশি খেলোয়াড়:

মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান

বিদেশি খেলোয়াড় :

থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), ফরমানুল্লাহ সাফি (আফগানিস্তান), জিন পিয়ের কোটজে (নামিবিয়া), শুভম শুভ রঞ্জনা (মার্কিন যুক্তরাষ্ট্র)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here