ভারতকে ভুগিয়ে চতুর্থ দিনের শেষটা রাঙালো অস্ট্রেলিয়া

0

শুরুটা দুর্দান্ত হলেও এখন অস্ট্রেলিয়ার দশম উইকেটের জুটিতে চাপ বাড়ছে ভারতের ওপর। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। তখন অসিদের লিড ২৭৮ রানের। এমন সময় নিশ্চয়ই ভারতের চাওয়াটা এমন, লিড ৩০০ হওয়ার আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করা এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা।

কিন্তু সেটি আর হলো না। শেষ উইকেটে অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি করে চতুর্থ দিনের খেলা করেছেন নাথান লিয়ন (৪০ রান) ও স্কট বোলান্ড (১০ রান)। এতে অস্ট্রেলিয়ার লিড হয়ে গেছে ৩৩৩ রানের। আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) শেষ দিনে এই লিড কতটা এগিয়ে নিতে পারে অস্ট্রেলিয়া, সেটিই দেখার।

কিন্তু কি দুর্দান্ত শুরুই না পেয়েছিল ভারত। জাসপ্রিত বুমরাহ টেস্ট ইতিহাসের একমাত্র বোলার হিসেবে ২০ রানের কম গড়ে ২০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। তার সঙ্গে মিলে মোহাম্মদ সিরাজ মাত্র ৯১ রানেই তুলে নিয়েছিলেন অজিদের ৬ উইকেট। সেই দলটাই কি না ৯ উইকেটে ২২৮ রান স্কোরবোর্ডে নিয়ে চতুর্থ দিন শেষ করলো।

শুক্রবার ৯ উইকেটে ৩৫৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ বল টিকতে পারে সফরকারীরা। ১১ রান যোগ করে ৩৬৯ রানে অলআউট হয় রোহিত শর্মার দল। নিতীশ কুমার রেড্ডি ১৮৯ বলে ১১৪ রানে (১১ চার ও ১ ছক্কা) আউট হলে শেষ হয় ভারতীয়দের প্রথম ইনিংস।

১০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৬০ রান করলেও দ্বিতীয় ইনিংসটা ভালো হয়নি স্যাম কনস্টাসের। ১৮ বলে ৮ রান করে বুমরাহর বলে বোল্ড হন তিনি।

জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি ওপেনার উসখান খাজা। ২.৫ ওভারে জাসপ্রিত বুমরাহর বলে লেগ-গালি অঞ্চলে খাজার সহজ ক্যাচ ফেলে দেন জয়সওয়াল। খাজা তখন মাত্র ২ রানে ব্যাট করছিলেন। শেষমেশ পেসার মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান বাঁহাতি অসি ওপেনার খাজা। তার আগে করেন ২১ রান।

স্টিভ স্মিথও টেকেননি। প্রথম ইনিংসে ১৪০ রান করলেও এবার আউট হন ৪১ বলে ১৩ রান করে। সিরাজের বলে উইকেটের পেছনে রিশাভ পান্তের হাতে ক্যাচ হন তিনি। এরপর ১১ বলে ৩ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন বুমরাহ। ফেরান ট্রাভিস হেড (২ বলে ১), মিচেল মার্শ (৪ বলে ০) ও অ্যালেক্স কেরেকে (৭ বলে ২)। ৯১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। সপ্তম উইকেটে ৫৭ রানের জুটি করেন প্যাট কামিন্স ও মারনাস লাবুশেন। ১৩৯ বলে ৭০ রান করেন লাবুশেন। কামিন্স করেন ৯০ বলে ৪১ রান। এরপরই লিয়ন ও বোলান্ডের জুটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here