৮ বছর পর ‘চিনি দেড় চামচ’ নিয়ে এলিটা

0

বছর শেষে গানের নতুন অ্যালবাম প্রকাশ করেছেন সংগীতশিল্পী এলিটা করিম। ‘চিনি দেড় চামচ’ শিরোনামের অ্যালবাম সাজানো হয়েছে চারটি গান দিয়ে। নিজের নামে প্রথম একক গানের অ্যালবাম ‘এলিটা’ প্রকাশ করেছিলেন ২০১৫ সালে। ঠিক পরের বছর ‘চলো উৎসবে’ শিরোনামে দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। 

আজব রেকর্ড ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া ওই অ্যালবামের দুটি গান হল ‘চিনি দেড় চামচ’ ও ‘প্রেম হবে দিন শেষে’। অ্যালবামের বাকি গানগুলো হল ‘ভালোবাসি’ ও ‘প্রজাপতি’। বাকী দুই গানও শিগগিরই প্রচার হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গানের প্রকাশনা সংস্থা আজব প্রকাশনী। গানগুলো লিখেছেন শহীদ মাহমুদ, সুর করেছেন পিলু খান। শব্দ সংমিশ্রণ করেছেন আমজাদ হোসেন বাপ্পী। গানের ভিডিও বানিয়েছেন জয় শাহরিয়ার।

নতুন অ্যালবাম নিয়ে এলিটা করিম বলেন, “যাদের গান শুনে বড় হয়েছি, তাদের লেখা ও সুরে পূর্ণাঙ্গ অ্যালবাম করতে পারা আমার জন্য একটি স্বপ্নপূরণ।”

গীতিকার শহীদ মাহমুদ বলেন, “সুরকার পিলুর সঙ্গে গান করছি চার দশক হল। আমাদের এ যাত্রায় এবার যোগ হল এলিটা। আশা করি, সময়ের স্রোতে গানগুলো টিকে থাকবে নিজ যোগ্যতায়।”

এলিটাকে নিজের ‘পছন্দের শিল্পী’ জানিয়ে সুরকার পিলু খান বলেন, “তার জন্য গান করতে ভালো লেগেছে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে গানগুলো।” ‘

উল্লেখ্য, ‘চিনি দেড় চামচ’ অ্যালবামের গানগুলো শোনা যাচ্ছে আইটিউনস, স্পটিফাই, আমাজন, ডিজার, স্বাধীন মিউজিকসহ বেশ কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here