যৌন হয়রানির অভিযোগে দক্ষিণি অভিনেতা গ্রেফতার

0

ভারতীয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সম্প্রতি একাধিক যৌন হয়রানির অভিযোগ উঠেছে। আর এবার নতুন করে কন্নড় ইন্ডাস্ট্রির ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা চরিত বালাপ্পার বিরুদ্ধে অভিযোগ এসেছে। একটি অভিনেত্রী তার বিরুদ্ধে যৌন হয়রানি ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ তুলেছেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার তাকে গ্রেফতার করেছে, এবং টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যমগুলি এ খবর নিশ্চিত করেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, রাজারাজেশ্বরী নগর থানার তদন্তকারীরা ঘটনার বিস্তারিত নিশ্চিত করেছেন। অভিযোগ অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে এই ঘটনাটি ঘটে। ১৩ ডিসেম্বর, ওই অভিনেত্রী অভিযোগ করেন যে তিনি ২০১৭ সাল থেকে কন্নড় এবং তেলেগু সিরিয়ালে কাজ করছেন। ২০২৩ সালে অভিযুক্ত চরিত বালাপ্পার সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে প্রেমের ফাঁদে ফেলে অভিনেতা তাকে মানসিকভাবে হয়রানি করতে থাকেন এবং খুনের হুমকি দেন। 

অভিনেত্রী অভিযোগ করেন যে, ওই অভিনেতা শারীরিকভাবে তার সঙ্গে ঘনিষ্ঠ হন এবং তার একাকিত্বের সুযোগ নিয়ে তাকে চাপ সৃষ্টি করতেন। তিনি জানান, চরিত বালাপ্পা তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ব্যবহার করে তাকে বারবার হুমকি দিতেন এবং জেলে পাঠানোর ভয় দেখাতেন। 

এখন পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং অভিনেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here