আন্তর্জাতিক উদ্বেগ ও ক্ষোভ সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি সামরিক বাহিনী স্থল অভিযান শুরু করেছে। শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে।
এই সপ্তাহের শুরুতে প্রথমবারের মতো রাফার কেন্দ্রে ট্যাঙ্ক দেখা যায়। ইসরায়েলি বাহিনী বলেছে, মধ্য রাফায় আইডিএফ সেনারা হামাসের রকেট লঞ্চার, সুড়ঙ্গ এবং অস্ত্র খুঁজে পেয়েছে। সেনারা ওই এলাকায় হামাসের একটি অস্ত্র সংরক্ষণাগারও গুঁড়িয়ে দিয়েছে।
ফিলিস্তিনি টেলিযোগাযোগ কোম্পানি জাওয়াল এক বিবৃতিতে জানিয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে বৃহস্পতিবার রাফায় সেলফোন সেবা বিঘ্নিত হয়েছে।
এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৬,২৮৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৮২,০৫৮ জন আহত হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬০ জন নিহত এবং ২৮০ জন আহত হয়েছে।