সাভার বাসষ্ট্যান্ড এলাকায় নিউ মার্কেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মহাসড়কের ঢাকামুখী লেনে যাটজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৩০ মে) রাতে দুর্ঘটনার পর নিহতদের দেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
এ সময় পেছন থেকে একটি দ্রতগামী ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নাইম ইসলাম (২২) মারা যান। তার পেছনে থাকা আরোহী জুবায়ের খান (২০) অচেতন অবস্থায় সড়কের ওপরে পড়ে ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে তিনিও মারা যান।
ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত নাইম ইসলাম ফরিদপুর সদরের রহিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং নিহত জুবায়ের খান রাজবাড়ি সদরের কল্যাণপুর গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।
অন্যদিকে পুলিশের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার কারণে সৃষ্ট যানজট পরিস্থিতি স্বাভাবিক হয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।