হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১২৭ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ হাসপাতাল রোডের একটি গুদাম থেকে ভারতীয় চিনির বস্তাগুলো জব্দ করা হয়েছে। এসময় উৎস পাল ও রাহিম মিয়া নামে দুই চোরাকারবারিকে আটক করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ একটি অসাধু চক্র ভারত থেকে চোরাই পথে চিনি এনে বাংলাদেশে চড়া দামে বিক্রি করে আসছে। বিষয়টি নজরে এলে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।