ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫ তরুণ-তরুণীকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত গুলশান প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করাসহ হোটেলটি সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ উল মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে হোটেল গুলশান প্যালেসে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।