বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশ আজ সর্বগ্রাসী মহাসঙ্কটে নিপতিত। এই মহাসঙ্কট থেকে দেশ ও জাতিকে উদ্ধার করতে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে জিয়াউর রহমানের নীতি-আদর্শ অনুসরণ করতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের হৃদয়ের মণিকোঠায় জিয়ার অবস্থান। আওয়ামী লীগ সরকার বার বার জিয়ার নাম মুছে ফেলার ষড়যন্ত্র করলেও তা ব্যর্থ হয়েছে। জিয়াউর রহমানে গণমুখী রাজনীতির কাছে আওয়ামী রাজনীতি বার বার পরাজিত হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিষয় ভিত্তিক আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।