রাজবাড়ীতে অস্ত্রসহ আলোচিত সম্রাট বাহিনীর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যেয় জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বঙ্গবন্ধু সরকারি কলেজের পশ্চিম টিনশেড ভবনের বারান্দা থেকে তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন তারা ভারতে পালিয়ে ছিলেন বলে জানা গেছে। গ্রেফতারের সময় একটি সচল ওয়ান শুটার গান জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বনগ্রাম গ্রামের বিশ্বজিৎ মন্ডলের ছেলে দ্বিগ বিজয় মন্ডল (২০) ও রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের ফরিদ শেখের ছেলে মামুন শেখ (২৩)।
জানা গেছে, পাংশার উপজেলায় বিভিন্ন এলাকায় সম্রাট বাহিনীর সদস্যরা ভারতে বসে চাদা আদায় করতেন। এছাড়া ডাকাতিসহ খুনের অভিযোগ রয়েছে এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।