চাঁদপুরে সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

0

চাঁদপুরে আগামী ১ জুন ৩ লাখ ৫৩ হাজার ১৮৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় চাঁদপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন এসব তথ্য জানান।  

ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। 

সংবাদ সম্মেলনে সির্ভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল জুবায়ের , জুনিয়র স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)  শওকত আলীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here