লিগ ওয়ানে নিসের বিপক্ষে ম্যাচের আগে চোটের ছোবল পিএসজি শিবিরে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মার্কো ভেরাত্তি, যা প্রায় নিশ্চিতভাবে আসছে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে ইতালিয়ান মিডফিল্ডারকে।
নিসের বিপক্ষে শনিবার (০৮ এপ্রিল)মাঠে নামবে শিরোপাধারী পিএসজি। এই ম্যাচের আগে শুক্রবার (০৭ এপ্রিল) দলটির অনুশীলনে ছিলেন না ভেরাত্তি। ক্লাবের ওয়েবসাইটে পরে বিবৃতি দিয়ে পিএসজি জানায় যে, হ্যামস্ট্রিয়ের চোট পেয়েছেন ভেরাত্তি এবং তার চিকিৎসা চলছে।