টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হৃদয়ের, পেছালেন লিটন-শান্ত

0

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ দল। তবে আইসিসি সহযোগী দল যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। ম্যাচে টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তাওহীদ হৃদয়। যার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও। অপরদিকে বাজে পারফরম্যান্সে অবনতি হয়েছে লিটন দাস ও নাজমুল হাসান শান্তর।

বুধবার র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। 

সিরিজজুড়ে বাজে পারফরম্যান্সে ৫ ধাপ পেছালেন লিটন দাস। ৪০তম অবস্থানে থাকা এই ব্যাটারই আছেন দেশের হয়ে সবার ওপরে। একই কারণে পিছিয়েছেন নাজমুল হাসান শান্তও। ৪ ধাপ পিছিয়ে তার অবস্থান ৪৪তম। এছাড়া তিন ধাপ পিছিয়েছেন সাকিব আল হাসান। আর মাহমুদুল্লাহ রিয়াদ পিছিয়েছেন দুই ধাপ।  

সিরিজে বল হাতে ছন্দে ছিলেন মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি হয়েছেন সিরিজ সেরা। এছাড়া শেষ ম্যাচে ১০ রানে নেন ৬ উইকেট। দুই ধাপ এগিয়েছেন এই পেসার। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে ২৩ নম্বরে অবস্থান তার। একই সিরিজে বল হাতে ভালো পারফম্যান্স করেছেন রিশাদ হোসেনও। তিন ম্যাচে ৪.৪০ ইকোনোমিতে তিনি পান ৪ উইকেট। যে কারণে ৩৮ ধাপ এগিয়ে তার অবস্থান ৫২।

এ তালিকায় ৫ ধাপ পিছিয়েছেন তাসকিন আহমেদ। এক ধাপ পেছালেন সাকিব। অবনতি হয়েছে শরিফুল ইসলাম ও মাহেদি হাসানেরও।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here