টাঙ্গাইলের সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তোফাজ্জল হোসেন খান তোফা ও নাগরপুরে কেএম সালমান শামস্ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে মাহমুদুল হাসান মারুফ পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান (দোয়াত কলম) ও নাগরপুরে প্রয়াত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে কেএম সালমান শামস্ (আনরস) চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হাসান মারুফ (কাপ পিরিচ) পুনরায় নির্বাচিত হয়েছেন।