বাবা হারালেন অভিনেত্রী জায়রা ওয়াসিম

0

বাবা হারালেন ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’-খ্যাত বলিউড তারকা জায়রা ওয়াসিম। একটি হৃদয় বিদারক পোস্ট শেয়ার করে বাবা হারানোর সংবাদটি নিজেই জানিয়েছে জায়রা। তার বাবা জাহিদ ওয়াসিম গতকাল মঙ্গলবার মারা গেছেন। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়রা লিখেছেন, ‘আমার বাবা জাহিদ ওয়াসিম মারা গিয়েছেন। আপনারা আপনাদের দোয়া-তে (প্রার্থনায়) তাকে স্মরণ করুন। এবং আল্লাহর কাছে তার ত্রুটি-বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করুন। তার কবরকে শান্তিময় করুন। আগামীর এই সফর সহজ করুন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ স্তর দান করুন।’

এরপর জায়রা অদ্বৈত চন্দনের ২০১৭ সালের মিউজিক্যাল ব্লকবাস্টার সিক্রেট সুপারস্টার-এ অভিনয় করেন মুখ্য চরিত্রে। একজন মুসলিম তরুণীর চরিত্রে অভিনয় করেছিলেন, যে বোরখা পরে নিজের গানের ভিডিও আপলোড করে হয়ে ওঠে গোটা দেশের সেনসেশন। নিজেকে পরিচয় দেয় ‘সিক্রেট সুপারস্টার’ হিসেবে।

তবে ২০১৯ সালে সোনালি বোসের ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তির পর ১৮ বছর বয়সে অভিনয় ছেড়ে দেন জায়রা। সেই সিনেমায় এক দুরারোগ্য অসুস্থতার সঙ্গে লড়াই করা একটি যুবতী মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার এবং রোহিত সরফ অভিনয় ছিলেন।

অভিনয় ছাড়ার পর ফিরে যান পরিবারের কাছে কাশ্মীরে। ২০১৯ সালের পর থেকে আর কোনও ছবিতে দেখা যায়নি তাকে। জায়রার দাবি ছিল, সিনেমার অভিনয় তার ধর্মীয় বিশ্বাসে বাধা হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, নেটদুনিয়ায় প্রায়শই ইসলামী জীবনযাপন ও হিজাব পরার পক্ষে কথা বলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here