স্টর্মি ড্যানিয়েলস নামের পর্ন তারকাকে মুখ না খুলতে মোটা অঙ্কের অর্থ দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অপরাধে দোষী সাবস্ত্য হয়ে হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে এবার ওই অভিযোগের বিষয়ে মুখ খুললেন ড্যানিয়েলস। বললেন, তাকে অর্থ পরিশোধ করার অপরাধে ট্রাম্প কারাদণ্ড ভোগ করতে হবে, এটা ঠিক নয়।
তবে তিনি পরবর্তী সময়ে আদালতে সাক্ষী দেবেন কিনা সে বিষয়ে জানতে চাইলে ড্যানিয়েলস বলেছেন, নিশ্চিতভাবে তিনি সাক্ষী দেবেন। তিনি বলেন, ‘এটা ভয়ংকর কিন্তু আমি সামনে আগাতে চাই। আমার লুকানোর কিছু নেই। আমি সেই ব্যক্তি যে সব সময় সত্যটা বলে যাবে।’
স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় গত সপ্তাহে নিউইয়র্কের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করেন। তিনিই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টরমি ড্যানিয়েলসের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিষয়ে মুখ না খুলতে তাঁর পক্ষ থেকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল স্টরমিকে।
ওই বছর প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে এ লেনদেন হয়। নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ট্রাম্প। তবে এই লেনদেনের বিষয়টি ট্রাম্প তাঁর হলফনামায় গোপন করেছেন।
এই মামলায় গত মঙ্গলবার ম্যানহাটনের ফৌজদারি আদালতে আত্মসমর্পণ করেন ট্রাম্প। তাকে গ্রেফতার করে আদালতে তোলা হলে বিচারপতি ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ পড়ে শোনান। ট্রাম্প অভিযোগগুলো অস্বীকার করেন।