বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

0

আশুলিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন করছেন এক তরুণী। বিয়ে না হলে তিনি আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে আশুলিয়ার শ্রীপুর কসাইপাড়া এলাকায় প্রেমিক আরাফাতের বাড়ির উঠানে অবস্থান নিয়েছেন ওই তরুণী। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা থানায়।

প্রেমিক আরাফাত হোসেন রিফাত সিটি ইউনিভার্সিটির ছাত্র বলে জানা গেছে। সে ওই এলাকার ইকবাল হোসেনের ছেলে।

তরুণী আরো বলেন, পরবর্তীতে তারা আমার বাবার সাথে যোগাযোগ করে গত বছরের ২৭ নভেম্বর আমাদের বাড়িতে বিয়ের কথাবার্তা বলার জন্য ধার্য করে। কিন্তু পরবর্তীতে বারবার তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা আর আসেননি।

তিনি বলেন, আমাদের সম্পর্ক ভালোই চলছিল, তাদের পরিবার আমাদের সম্পর্ক মেনেও নিয়েছিল। হঠাৎ করে আরাফাতের বোনের সাথে অন্য একটি ছেলে সাথে রিলেশনের বিষয়টি জানাজানি হওয়ায় তারা আমাকে দোষারোপ করেন। সেই ঘটনার জেরে আরাফাতের আম্মা আমাকে মারধরও করে। তরুণী আরও বলেন, তাদের সম্পর্কের ভাটা পরার কারণে তিনি ভালুকা থানায় একটি অভিযোগও দায়ের করেন।

পরে কোনো সুরাহা না পেয়ে আরাফাতের বাড়ির ওঠানের সামনে অবস্থান নেন। তিনি বলেন, আরাফাত যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করবো। আমি এখানে মরে যাবো। তাও এখান থেকে যাবো না।

ইকবাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া পোশাক কারখানায় ইলেক্ট্রিশিয়ান উজ্জ্বল মোল্লা বলেন, আমি যে বাসায় থাকি। ওই বাড়ির মালিকের বাসার সামনে ঘণ্টাখানেক ধরে বোরকা পড়া একটি মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কি কারণে দাঁড়িয়ে আছে তা আমি জানি না।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, আমি ঘটনাটি জানি না। আমি আগে নিজে জানি, পরে আপনাকে জানাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here