ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন গতকাল মঙ্গলবার। আর বিশেষ এদিনে প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘তুফান’ ছবির প্রথম গান ‘লাগে উরাধুরা’। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে শাকিব ভক্তরা এটি লুফে নিয়েছেন।
অন্তর্জালে মুক্তি পাওয়া পৌনে তিন মিনিটের গানে নেচে গেয়ে মাত করলেন শাকিব খান ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী। সঙ্গে দেখা মিলল গানের সংগীত পরিচালক প্রীতম হাসানের এবং শেষ দৃশ্য ‘কাট’ নিয়ে হাজির হলেন স্বয়ং পরিচালক রায়হান রাফি।
সিনেমাটি চলতি বছরের আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নির্মাতা রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন ঢালিউড নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এ সিনেমায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, এ কে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা।