যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সফরকে কেন্দ্র করে দুই মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। এছাড়া এ ঘটনার নিন্দাও জানিয়েছে বেইজিং।
শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের বিবৃতিতে বলা হয়, এই দুই সংস্থার প্রধানদের ওপরও নিষেধাজ্ঞা জারি থাকবে। তারা চীনে সফরসহ কোনো ধরনের সংযোগ রাখতে পারবে না। তাছাড়া চীনে যদি তাদের কোনো সম্পত্তি থাকে তাও জব্দ করা হবে।
বিবৃতিতে বলা হয়-হাডসন ইনস্টিটিউট ও রিগান লাইব্রেরি একটি প্ল্যাটফর্ম দিয়েছে ও সাইয়ের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে সহজ করেছে, যা চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে হুমকিতে ফেলেছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ও মার্কিন হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থির মধ্যে যে বৈঠক হয়েছে তা রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়।
এর আগে গত বছর চীনের সব ধরনের হুমকি উপেক্ষা করে তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। এশিয়া সফরের অংশ হিসেবে সেখানে যান তিনি। এর মাধ্যমে ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো রাজনীতিবিদ তাইওয়ানের ভূমিতে পা রাখেন।
সূত্র : দ্য গার্ডিয়ান