ইটনায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ, ৬০০ ব্যালট পেপার বাতিল

0

সহিংসতার কারণে কিশোরগঞ্জের ইটনা উপজেলার একটি কেন্দ্রের ভোটগ্রহণ এক ঘণ্টা বন্ধ রাখা হয়। আর বাতিল করা হয়েছে ৬০০ ব্যালট পেপার। ঘটনাটি ইটনা উপজেলার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২ টার দিকে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে একপক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে হামলা চালায়। এ সময় আগত ভোটাররা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ভোটগ্রহণ স্থগিত হওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here