সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভোট কেন্দ্রে চাকু নিয়ে প্রবেশ করায় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ বেলা ১১ টায় তাকে এই সাজা দেন নির্বাচনে দায়িত্বরত প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম।
এর আগে চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের নির্বাচনী এজেন্ট মাসুক মিয়াকে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে থেকে চাকুসহ আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাচনী বিধিমালা ২০১৩ এর ৭৪(৩) বিধি মোতাবেক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া তাকে আরো ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।